প্রতিষ্ঠানের ইতিহাস

পাহাড়ে ঘেরা মনোরম পরিবেশে, সুশিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার অগ্রগতির মাধ্যমে সুনাগরিক তৈরির লক্ষ্যে ১৯৭০ খৃষ্টাব্দে (১৩৭৬ বঙ্গাব্দ) পূণ্যভূমি সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বড়খালের প্রান্তিক গ্রামীণ পরিবেশে হাজী মফিজ আলী স্কুল নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় যা পরবর্তীতে বড়খাল বহুমুখী স্কুল ও কলেজ নামে নামকরণ করা হয়। ১৯৭০ এর দিকে প্রতিষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে থাকলেও পরবর্তীতে ১৯৯৫ সালের দিকে “স্কুল ও কলেজ” হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনাম এবং গৌরবের সাথে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।