অধ্যক্ষের বাণী

সমস্ত প্রশংসা সে মহান মনিবের, যিনি আমাকে বিবেক, বুদ্ধি ও ধৈর্য দিয়েছেন বড়খাল অঞ্চলের প্রাচীন বিদ্যাপিট বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের খাদেম হিসেবে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য। ২০২৪ সালের মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রাণ ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী ও আমার সহোযোদ্ধাদের সহযোগীতায় অনেকটা সক্ষম হয়েছি। মরহুম দানবীর জনাব শেখ মফিজ আলী সাহেবের স্মৃতিকে স্বরণীয় করে রাখার জন্য আমি, মোঃ জহিরুল হাসান ভূঁইয়া (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) আমার শেষ দিনটি পর্যন্ত কাজ চালিয়ে যাব। প্রতিষ্ঠানটির ঘাটতি সমূহ পূরণের জন্য এলাকাবাসীর সুপরামর্শ কামনা করছি। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীগণের মাধ্যমে ভাল ফলাফল উপহারের মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানটি দেশের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হউক সেই কামনা করছি।